নয়াদিল্লি: কলকাতার আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। বিভিন্ন জায়গায় ডাক্তার সহ সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদ চলছে। বিচারের দাবিতে তাতে অংশ নিয়েছেন বিদেশে থাকা ভারতীয়দের অনেকেও। বিভিন্ন দেশে মিছিল হয়েছে। তারই মধ্যে এবার এক চিকিৎসকের (Doctor) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। নার্সকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুরাদাবাদে। এবার নারীদের জন্য উত্তরপ্রেদেশ কতটা সুরক্ষিত সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটি ক্লিনিকে ওই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ পুলিশ ডাক্তার সহ তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনায় উচ্চপর্যায়ে তদন্ত চলছে। উল্লেখ্য, সম্প্রতি উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনাতেও উত্তরাখণ্ডে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। এই ঘটনা নিয়ে যোগী সরকারের দিকে আঙুল ওঠা শুরু হয়েছে।
আরও পড়ুন: হাসিনা থাকাকালীনই কি ইউনুস ভারতে আসছেন?
আরও খবর দেখুন