কলকাতা: আরজি করে হামলার (RG Kar Chaos) ঘটনায় ক্ষোভে ফুঁসছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। কলকাতা সহ রাজ্যের জুড়ে বিচার চেয়ে ও নারী নিরাপত্তায় পথে নেমেছিল মহিলারা। আরজি করের রাত দখলের কর্মসূচী নিমেষেই রণক্ষেত্রের চেহারা নেয়। হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাল একদল যুবক। ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে নিমিষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। হাসপাতালের ভেতরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ধরনা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভেতরে থাকা চিকিৎসকদের মারধর করা হয়। প্রাণ বাঁচাতে শৌচালয়ে লুকিয়ে পড়েন চিকিৎসকেরা। দুষ্কৃতীদের হামলায় এমারজেন্সির (RG Kar Emergency Building) টিকিট কাউন্টার, এইচসিসিইউ (Hybrid critical care unit), সিসিইউ, ওষুধের স্টোররুম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসেন নার্সরা। তারা জানান, হাসপাতালে কাজে যোগ দেবেন না। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। নার্সিং সুপার জানিয়েছেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। রাতের দখল নিতে দেবে না সেটাই জানিয়ে গেল।
রাত ১২ কিছু পরে আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের রাত দখল কর্মসূচী চলছিল। সেই সময় একদল দুষ্কৃতী পুলিশের ব্যরিকেড ভেঙে এমার্জেন্সির ভিতরে ঢুকো ভাঙচুর চালায়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেন। মাত্র ৪০ মিনিটের হামলা। আর তাতেই কার্যত ধ্বংসস্তূপ আর জি কর হাসপাতালের এমারজেন্সি বিভাগ এবং আশপাশের আরও কিছু পরিকাঠামো। এমারজেন্সির টিকিট কাউন্টার, এইচসিসিইউ (Hybrid critical care unit), সিসিইউ, ওষুধের স্টোররুম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। নার্সিং স্টেশন ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারে সকালের যে ছবিটা ধরা পড়ল তাতে দেখা যাচ্ছে হাসপাতালে এখন পর্যন্ত কোনও রোগীকে আপৎকালীন পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি নেই। ভাঙাচোরা অবস্থায় এমারজেন্সি পরিষেবা কোনওভাবেই দেওয়া যাবে না বলে জানাচ্ছেন হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্য়কর্মীরা।
আরও পড়ুন: তৃণমূলের মুখপাত্র তালিকা সরানো হল শান্তনু সেনকে
যদিও হাসপাতালের তরফে ধীরে ধীরে স্বাভাবিক করা চেষ্টা চলছে। সকালে নার্সরা ডিউটিতে যোগ দিতে এসে এমার্জেন্সি ও নার্স স্টেশনের অবস্থা দেখে তারা হতবার। চারিদিকে ভাঙচুর, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জিনিসপত্র। তারা দেখেন, ওয়ার্ড ও নার্সিং স্টেশনে রাখা দামী ওষুধপত্র মাটিতে পড়ে রয়েছে। লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হয়ে গিয়েছে। চিকিৎসা সামগ্রী, রোগীদের বেডও ভাঙচুর করা হয়েছে। ধ্বংসস্তূপ হাতড়েই চিকিৎসা সরঞ্জাম খোঁজার চেষ্টা করছেন নার্সরা। ঘটনা নিয়ে নার্সরা জনান, এই ভাঙচুরে ক্ষতি মানুষের হল। পুলিশ কী সুরক্ষা দেবে আমাদের, ওরা নিজেরাই ভয়ে পালাচ্ছে। নার্সিং সুপার জানিয়েছেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। রাতের দখল নিতে দেবে না সেটাই জানিয়ে গেল।
দেখুন ভিডিও