নয়াদিল্লি: উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দিল্লি (Delhi) যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি দেখা করবেন। তিনি নীতি আয়োগের (Niti Ayog) বৈঠকে দিল্লি গেলেও উত্তরপ্রদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর দিল্লি যাত্রা গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উত্তরপ্রদেশে গত লোকসভা নির্বাচনে (Loksabha Vote) পর্যুদস্ত হয়েছে বিজেপি (BJP)। তারপর থেকে বিজেপির অন্দরে দোষারোপের পালা শুরু হয়েছে। বিজেপিতে সরকার বনাম সংগঠন বিতর্ক চলছে। উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য কার্যনির্বাহী বৈঠকে উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেছেন সরকার সংগঠনের থেকেও বড় থাকবে। যোগী আদিত্যনাথ ওই বৈঠকে বলেছিলেন পার্টি কর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে লোকসভায় ওই ফল হয়েছে। দেখা গিয়েছে, বিভিন্ন ঘটনায় কেশবপ্রসাদ মৌর্যের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূরত্ব তৈরি হয়েছে। যে ঘটনায় অনেকগুলি ক্যাবিনেট বৈঠক এড়িয়ে গিয়েছেন মৌর্য। উত্তরপ্রদেশ বিজেপিতে রদবদল হতে পারেও বলে শোনা যাচ্ছে। তারই মধ্যে দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন মৌর্য ও সে রাজ্যের বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। তারপর এবার যোগী আদিত্যনাথ দিল্লি যাচ্ছেন। স্বাভাবিকভাবে বিজেপির সর্বভারতীয় নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হয় কি না সেদিকে নজর সবার। বিশেষ করে উত্তরপ্রদেশে এগিয়ে আসছে অনেকগুলি উপনির্বাচনও।
আরও পড়ুন: ধর্মঘট উঠলেও বিভিন্ন বাজারে আলুর দাম কমেনি
আরও খবর দেখুন