মুম্বই: মা হতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ানের (Varun Dhawan) স্ত্রী নাতাশা দালাল (Natasha Dalal)। রবিবার অভিনেতা ইনস্টাগ্রামে নিজেই এই খবর শেয়ার করেছেন। তিনি ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন তাঁর স্ত্রী নাতাশা দালাল গর্ভবতী। ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ অভিনেতা নাতাশার সঙ্গে পিতৃত্বে যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নাতাশার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আমরা গর্ভবতী। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা চাই।
বরুণ সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা ‘বেবি জন’ এর ঘোষণা করেছেন। যা ‘জওয়ান’ এর পরিচালক অ্যাটলি পরিচালনা করবেন। বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বি ছাড়াও, ছবিতে জ্যাকি শ্রফ এবং রাজপাল যাদব অভিনয় করেছেন। ‘বেবি জন’-এর সঙ্গীত পরিচালনা করেছেন এস থামন।
আরও পড়ুন: মণীশ তিওয়ারি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? জোর জল্পনা
আরও খবর দেখুন