কলকাতা: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় (Vice Chancellor Debashis Banerjee)। বিক্ষোভ অশান্তির মধ্যেই রাজ্যপালের কাছে তিনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশও করেন। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে (Kazi Nazrul University, Asansol) তৃণমূল ছাত্র পরিষদ গত ১৯দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে। সোমবার পরিস্থিতি তুঙ্গে ওঠে। উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি শারীরিক নিগ্রহও করা হয়ে বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে আতঙ্কে বিশ্ববিদ্যালয় ছাড়েন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছেন তিনি। নিরুপায় হয়ে বাড়িতে বসেই বিশ্ববিদ্যালযয়ের সমস্ত কাজ সারছেন দেবাশিস।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে আইনি লড়াইয়ের জন্য বিপুল পরিমাণ টাকা খরচ করা হচ্ছে বলে টিএমসিপির দাবি। তারই প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা আন্দোলন করছে। যার ফলে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজকর্ম। সোমাবার পড়ুয়াদের সঙ্গে বৈঠক করতে বিশ্ববিদ্যালয়ে যান উপাচার্য। কিন্তু বৈঠকে না বসে উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমুল ছাত্র পরিষদের পড়ুয়ারা।
আরও পড়ুন: রাজ্যে চালু হল অস্বাভাবিক মৃত্যু অ্যাপ
উপাচার্য জানিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের নাম নিয়ে বহিরাগতদের কাছে অপমান, হেনস্থা ও শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে তাঁকে। এই ঘটনার পর পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন উপাচার্য। মুখ্যমন্ত্রীকেও ই-মেলে বিস্তারিতভাবে সব জানিয়েছেন। এই ঘটনার কথা আসানসোলের পুলিশ কমিশনারকেও জানিয়েছেন তিনি। দেবাশিস জানান, আপাতত বড়িতে বসেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চালিয়ে যাবেন তিনি।
অন্য খবর দেখুন