নয়াদিল্লি: কিংবদন্তী আইনজীবী ফলি নরিম্যান (Fali Nariman) প্রয়াত হলেন। বুধবার সকালে দিল্লিতে (Delhi) নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আইনজীবী মনু সিংভি জানিয়েছেন, নরিম্যানের মৃত্যুতে একটি যুগের অবসান হল। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, এক যুগের অবসান নিরম্যানের মৃত্যু হয়েছে। এই কিংবন্তী আইনের জগতে যুক্ত সবার হৃদয়ে চিরকাল থাকবেন।
বম্বে হাইকোর্টে কেরিয়ার শুরু করেছিলেন নরিম্যান। পরে তিনি দিল্লি চলে যান। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার ঘোষণা করলে তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। ১৯৯১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ১৯৯১ সালে তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়। ২০০৭ সালে পদ্মবিভূষণ দেওয়া হয়।
আরও পড়ুন: ১২০০ ট্রাক্টর নিয়ে দিল্লি অভিযানে ফিরলেন ১৪,০০০ কৃষক
আরও খবর দেখুন