কলকাতা: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারির পর থেকেই দুই দেশে শুরু হয়েছে বিক্ষোভ। এদিকে আবার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভারতের পতাকাকে পাপোষ হিসেবে ব্যবহার করার একাধিক ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও এইসব ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। তবে এইসব ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছে ভারতীয়রা। আর এবার এই ঘটনার প্রতিবাদে কবিতা লিখে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ‘গানওয়ালা’ কবীর সুমন। তবে তাঁর প্রতিবাদের ভাষা ছিল ভিন্ন। তিনি এই বিষয়ে লেখেন, “পতাকায় নয় কিছুই শুরু/পতাকায় নয় শেষ।” একইসঙ্গে তিনি এই গানে ‘ফেলানি’র প্রসঙ্গও টেনেছেন। তিনি লিখেছেন, “পতাকার চেয়ে বড় ফেলানির বুক।”
আরও পড়ুন: হাসিনাকে হত্যা মামলায় আসামিদের নির্দোষ ঘোষণা ঢাকা আদালতের
যদিও একদিন আগে সুমনের আরেকটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা চলছিল। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর মুরব্বি। যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়দা। পুয়ের্তো রিকোকে তো বড়দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলংকা, নেপালের বড়দা।” সেদিন আরেকটি পোস্টে তিনি লেখেন, “তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর। আমি প্রেম করছি, প্রেম করে যাব।” এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে গান লেখেন সুমন। এই গানে তিনি লিখেছিলেন, “মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ লড়াই মুক্তির গান।” পরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গানটি গেয়ে শোনান তিনি। সেই সময় থেকেই সুমনের এইসব গান ও কবিতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এখনও কবীর সুমনকে ঘিরে সমালোচনা অব্যহত।
দেখুন আরও খবর: