বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লিতে শতরান করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৮৪ বলে ১৩১ করেছিলেন ভারত অধিনায়ক। সেই ম্যাচে ১৬টি চার এবং পাঁচটি ছক্কা মেরেছিলেন রোহিত। সেই সঙ্গে ভারত অধিনায়কেক শতরান এসেছিল মাত্র ৬৩ বলে।
আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের এই শতরান ছিল ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে (Cricket World Cup) দ্রুততম। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন কেএল রাহুল (KL Rahul)। তিনি রোহিতের থেকে একটি বল কম খেলে শতরান করলেন। বেঙ্গালুরু রাহুলের ঘরের মাঠ। সেখানে ৬৪ বলে ১০২ রান করেন তিনি। ১১টি চার এবং চারটি ছক্কা মারলেন রাহুল। ভেঙে দিলেন রোহিত শর্মার রেকর্ড। ভারতীয় হিসাবে এক দিনের বিশ্বকাপ দ্রুততম শতরান করলেন কেএল রাহুল।
আরও পড়ুন: বিরাট নজির ‘অধিনায়ক’ রোহিতের, যা নেই সৌরভ-ধোনিরও
আরও খবর দেখুন: