কলকাতা: রাজকুমার রাও (Rajkummar Rao) এবং তৃপ্তি দিমরির (Triptii Dimri) আসন্ন ছবি ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও (Vicky Vidya Ka Woh Wala Video)। প্রকাশ্যে এসেছে তাদের ছবির নতুন গানও। গানে মধ্যে দিয়ে দর্শকরা পৌঁচ্ছে যাবে ৯০-এর দর্শকে। গানটিতে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির রসায়ন দেখে মুগ্ধ দর্শক।
আরও পড়ুন: দর্শকরা মুগ্ধ পরী ও সুমন্তর রয়াসনে
রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির জুটি বাঁধচ্ছেন ভিকি বিদ্যা কা ওহ ওয়ালার ট্রেলারও প্রকাশ্যে এসেছে। প্রকাশ পেল ছবির নতুন গান তুম জো মিলে (Tum Jo Mile Ho)। গানটিতে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির রসায়ন ফাটাফাটি। শুধু তাই নয়, এই গানের হাত ধরে দর্শক পৌঁচ্ছে যাবে ৯০ দশকের পুরনো নস্ট্যালজিয়াতে। বলা ভালো সেই সময়কার রোম্যান্সেরকে পুনরুজ্জীবিত করেছে রাজকুমার ও তৃপ্তি। রাজকুমার রাও, ছবিতে একজন মেহেন্দি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। তার প্রেমিকার ভূমিকায় তৃপ্তি দিমরি। গানে একটি মনোরম পটভূমিতে সেতুতে রোমান্স করতে দেখা গিয়েছে এই জুটিকে। গানটি গেয়েছেন বিশাল মিশ্র, সুর করেছেন শচীন-জিগার এবং লিখেছেন প্রিয়া সারাইয়া। ছবিটি একটি হারিয়ে যাওয়া সিডিকে ঘিরে আবর্তিত হয়েছে। রাজকুমার এবং তৃপ্তির বিয়ের সিডি হারিয়ে যায় এবং এটি তাদের দাম্পত্য সুখের মাঝে তা বাধা আনে এই ভাবে ছবির গল্প এগিয়েছে।
View this post on Instagram
অন্য খবর দেখুন