আরামবাগ: একদিকে ভারী বৃষ্টি তার উপর জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির জলে (DVC Release Water) প্লাবিত হচ্ছে খানাকুলের একের পর এক গ্রাম (Khanakul Flood Situation)। রূপনারায়নের জলস্তর সেইভাবে না বাড়লেও বর্তমানে ফুঁসছে মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরীর জল অরোরা খাল দিয়ে ঢুকে প্লাবিত করেছে এখানকার পাতুল, রায়বাড়, পোল,সাইবোনা,সুলুট,ধরমপুর, চিংড়া সহ একাধিক গ্রাম। অপরদিকে রূপনারায়নের জলে প্লাবিত মাড়োখানা,হানুয়া,শশাপোতা,রাধাকৃষ্ণপুর,শাবলসিংহপুর,বাসাবাটি,রামচন্দ্রপুরের একাংশ। পরিস্থিতি মোকাবিলায় এলাকার ফেরী পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। যার জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। এনডিআরএফের জওয়ানরা এলাকায় টহল দিচ্ছে। তবে আরামবাগে বন্যার উন্নিতি হয়েছে বলে জানান জেলা শাসক মুক্তা আর্য।
অন্য খবর দেখুন