পূর্ব মেদিনীপুর: দীর্ঘ ছয় মাস ধরে পানীয় জল (Drinking Water) থেকে বঞ্চিত গ্রামবাসী। তৃণমূল বিজেপির রেষারেষির ফল ভুগতে হচ্ছে, এমন অভিযোগ পাঁশকুড়ার (Panskura) নস্করদিঘি গ্রামের বাসিন্দাদের।
কল আছে, সাবমার্সিবল আছে, কিন্তু জল নেই। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামে দীর্ঘ ছয় মাস ধরে খারাপ অবস্থায় রয়েছে জল সরবরাহের সাবমার্সিবল। ছয় মাস ধরেই এলাকার বহু পরিবার পানীয় জল থেকে বঞ্চিত। প্রশাসনকে বারবার জানালেও কোন সুরাহা হয়নি। শুধু আশ্বাস মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও পাঁশকুড়া এক নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের। এলাকার মানুষদের অভিযোগ, দুই দলের রেষারেষিতে পানীয় জল থেকে তাঁরা বঞ্চিত।
আরও পড়ুন: বাঁশের সাঁকোর উপর দিয়ে বইছে জল, মাঝ নদীতে যাতায়াত বাসিন্দাদের
পাশাপাশি একটি আইসিডিএস স্কুলেও জল যায় এই সাবমার্সিবল থেকে। কিন্তু সেই স্কুলেও বাধ্য হয়ে অন্যত্র থেকে জল এনে স্কুলে রান্না করতে হচ্ছে। যেখানে পানীয় জল ছাড়া মানুষের জীবন বিপন্ন সে জায়গায় দীর্ঘ দিন ধরে খারাপ অবস্থায় পড়ে থাকা সাবমার্সিবল সারানোয় গা নেই কারোর, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। পাশাপাশি একটি টিউবওয়েল থাকলেও সেটিও দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে। তাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।
আরও খবর দেখুন