কলকাতা: হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন কুস্তিগির বিনেশ ফোগাট (Vinesh Phogat)। এবার সেই কেন্দ্রের অধিবাসীদের উদ্দেশে বার্তা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও এবং সেই সঙ্গে লিখিত বার্তায় বিনেশ বলেন, “প্রিয় জুলানা বিধানসভার বাসিন্দারা, ১০ সেপ্টেম্বর, জুলানার পুরনো বাসস্ট্যান্ডে আমাদের নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন হবে। আপনাদের প্রতি অনুরোধ, বিপুল সংখ্যায় এই অনুষ্ঠানে এসে আমাদের সাহস বাড়ান।”
অলিম্পিয়ান আরও বলেন, “কুস্তির আঙিনায় নিষ্ঠা এবং লড়াইয়ের মাধ্যমে যেমন দেশ এবং রাজ্যের নাম উজ্জ্বল করেছি, তেমনই আপনাদের কথাও তুলে ধরার সংকল্প নিয়েছি। আপনাদের উপস্থিতি এবং সমর্থন আমাদের কাছে প্রেরণার স্রোত। চলুন, একসঙ্গে এক নতুন শুরুর দিকে এগোনো যাক।”
আরও পড়ুন: স্বাস্থ্যবিমায় জিএসটিতে বড় ছাড়ের সিদ্ধান্ত
प्रिय जुलाना विधानसभा वासियों, 🙏
10 सितंबर 2024 को पुराना बस स्टैंड जुलाना के पास हमारे चुनावी कार्यालय का शुभारंभ हो रहा है। मैं आप सभी से निवेदन करती हूँ कि इस महत्वपूर्ण अवसर पर अधिक से अधिक संख्या में आकर हमारा हौसला बढ़ाएं।
जैसे मैंने कुश्ती के मैदान पर अपने संघर्ष और लगन… pic.twitter.com/KS8dS3I7nn
— Vinesh Phogat (@Phogat_Vinesh) September 9, 2024
সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের দুই তারকা কুস্তিগির বিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া (Bajrang Punia)। হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্রে বিনেশকে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। এদিকে বজরং পুনিয়াকে সর্বভারতীয় কিসান মোর্চার সভাপতি করা হয়েছে, তিনি নির্বাচনে না লড়লেও প্রচারকাজে অংশ নেবেন।
গত বছর ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ আন্দোলন করেছিলেন দেশের বহু কুস্তিগির। বজরং, বিনেশ এবং সাক্ষী মালিক ছিলেন সেই আন্দোলনের পুরোভাগে। ৬ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দেওয়ার পর বিনেশ বলেন, সে সময় ব্রিজভূষণকে সমর্থন করছিল বিজেপি (BJP) এবং কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস (Congress)।
দেখুন অন্য খবর: