নয়াদিল্লি: ভারতে (India) প্রচুর উৎপাদন কারখানা (manufacturing operations) তৈরি করবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) মস্কোতে নিজেই একটি অনুষ্ঠানে একথা জানিয়েছেন। পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার বিনিয়োগে স্থিতিশীল পরিবেশ তৈরি করেছে বলে দাবি করেছেন। একইসঙ্গে “ভারত-প্রথম” নীতির জন্য প্রশংসা করেছেন৷ তিনি আজ মস্কোতে একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেন। সেখানে তিনি জানিয়েছেন, মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করছে।
পুতিন জানিয়েছেন, আমরা ভারতে আমাদের উত্পাদন কার্যক্রম চালু করতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি যে ভারতে বিনিয়োগ করা লাভজনক। রাশিয়ান সংস্থা রোজনেফ্ট সম্প্রতি ভারতে বড় বিনিয়োগ করেছে। ভারত কীভাবে ছোট এবং মাঝারি শিল্পের জন্য ভালো পরিস্থিতি তৈরি করেছে তার একটি বিশেষ উল্লেখ করেন তিনি। একইসঙ্গে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে আরও সমন্বয় বাড়ানোর উপর জোর দিয়েছেন।
আরও পড়ুন: মহাকাশ আবিষ্কারের ভার স্কুল-ছুটের হাতে, নাসার প্রধান মাস্ক ঘনিষ্ঠ আইজ্যাকম্যান
দেখুন অন্য খবর: