মস্কো: রাশিয়ায় (Russia) জনসংখ্যা কমছে। জন্মহার নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার প্রশাসন। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) দেশটির ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলার জন্য দুপুরের খাবার এবং কফি বিরতির সময় রাশিয়ানদের কর্মক্ষেত্রে যৌন মিলনের পরামর্শ দিয়েছেন। যা ঘিরে আলোড়ন পড়েছে। রাশিয়ার বর্তমান প্রজনন হার প্রতি মহিলার আনুমানিক ১.৫ শিশু, জনসংখ্যার স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় ২.১ এর চেয়ে অনেক কম হওয়ায় পুতিনের এই বার্তা।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে দেশটির জনসংখ্যাও হ্রাস পেয়েছে। ১০ লক্ষেরও বেশি যুবক দেশত্যাগ করেছেন। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইয়েভজেনি শেস্তোপলোভ এই প্রেক্ষিতে জোর দেন, কাজ সন্তান জন্মদানে বাধা হওয়া উচিত নয়। রাশিয়ানদের পরিবার বাড়ানোর জন্য মধ্যাহ্নভোজ এবং কফি বিরতির সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কাজে খুব ব্যস্ত থাকা একটি বৈধ কারণ নয়। একটি অজুহাত। আপনি বিরতির সময় প্রজননে জড়িত হতে পারেন, কারণ জীবন খুব দ্রুত চলে যায়। বিরতির সময় বাচ্চা তৈরি করুন। রাশিয়ার ক্রমহ্রাসমান জন্মহার বাড়াতে ক্রেমলিন আরও বেশ কিছু পদক্ষেপের পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন
আরও খবর দেখুন