ক্যালিফোর্নিয়া: পৃথিবীর বাইরেও কি প্রাণের অস্তিত্ব রয়েছে! এই কৌতূহল থেকেই এলিয়েন সম্পর্কিত সমস্ত ধারণার জন্ম হয়েছে, সঙ্গে গবেষণাও হয়েছে বিস্তর। কিন্তু এই সুবিশাল ব্রহ্মাণ্ডের কোথায় খুঁজলে এলিয়েনদের সন্ধান মিলবে? সেটা এখনও অজানা। তবে এই অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে ৪৭ বছর আগে মহাকাশে ভয়েজার-১ (Voyager 1) পাঠিয়েছিল মার্কিন গবেষণা সংস্থা নাসা (NASA)। বর্তমানে, এটিই মানুষের পাঠানো একমাত্র যান, যেটি ইন্টারস্টেলার স্পেসে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে, কয়েকমাস আগেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছিল ভয়েজার-১। কিন্তু সময়ের সঙ্গে ফের নাসা-র বিজ্ঞানীরা এটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: একটানা ৯ দিন ভূমিকম্প, হতে পারত বিশাল সুনামি, ২০২৩ সালের এই ঘটনা সম্পর্কে জানেন?
জানা গিয়েছে, গত ২৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশন ল্যাবরেটরির সঙ্গে এটি পুনরায় যোগাযোগ করে। প্রায় ১৫ বিলিয়ন মাইল দূরে থাকা এই মহাকাশযানটি সক্রিয় হতেই ফের মহাকাশের গভীরের বার্তা পাওয়ার বিষয়ে আশাবাদী হতে শুরু করেছেন বিজ্ঞানীরা। নাসা-র মতে, পৃথিবী থেকে ভয়েজার-১-এ বার্তা পৌঁছাতে প্রায় ২৩ ঘণ্টা সময় লাগে। ১৬ অক্টোবর মহাকাশযানটিতে একটি কমান্ড পাঠানো হলেও ১৮ অক্টোবর পর্যন্ত তার উত্তর মেলেনি। এর পরের দিন মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাসা জানতে পারে যে, মহাকাশযানটির ফল্ট প্রোটেকশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কম শক্তি ব্যবহার করার কারণে ট্রান্সমিটার সাময়িকভাবে বিকল হয়েছে। উল্লেখ্য, ভয়েজার-১ মহাকাশযানে দুটি রেডিও ট্রান্সমিটার রয়েছে। কিন্তু এটি মূলত একটি ‘এক্স-ব্যান্ড’ ট্রান্সমিটার ব্যবহার করত। তবে এর আরেকটি ‘এস-ব্যান্ড’ ট্রান্সমিটার ছিল, যা ১৯৮১ সালের পর আর ব্যবহার করা হয়নি। বিশেষজ্ঞরা এস-ব্যান্ড ট্রান্সমিটারটি সক্রিয় করে ২২ অক্টোবর ভয়েজার-১-এ একটি বার্তা পাঠান এবং ২৪ অক্টোবর তার উত্তর পান।
প্রসঙ্গত, ভয়েজার-১ মহাকাশযানটি ভয়েজার-২ এর পরে উৎক্ষেপণ করা হয়। কিন্তু তা সত্ত্বেও শর্টকাট রুটের কারণে ১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর এটি ভয়েজার-২-কে অতিক্রম করে। এটি প্রথম মানব-নির্মিত মহাকাশযান যা ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে, ভয়েজার-১ বৃহস্পতির চারপাশে একটি পাতলা রিং এবং ‘থেবে’ ও ‘মেটিস’ নামের একজোড়া নতুন উপগ্রহ আবিষ্কার করেছে। পাশাপাশি, এটি শনির পাঁচটি নতুন উপগ্রহ এবং ‘জি-রিং’ নামে নতুন একটি রিং আবিষ্কার করেছে।
দেখুন আরও খবর: