কলকাতা: আজ উপনির্বাচনে জয়ী ৬ বিধায়ক শপথ নিলেন বিধানসভায়। সেই কারণে আজ বিধানসভা কক্ষে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজ্যপালের আগেই বিধানসভার অধিবেশনের প্রথমার্ধে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি তাঁর বক্তব্যের শুরুতেই পর্যটন প্রসঙ্গে রাজ্যের কাজের খতিয়ান দেন এবং আগামীর পরিকল্পনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এর পাশাপাশি সীমান্ত ইস্যুতে এদিন তিনি কেন্দ্রকে খোঁচা দিয়ে বলেন, “বর্ডার এরিয়াতে কিছু করতে গেলে কেন্দ্রের অনুমতি লাগে।” পাশাপাশি এদিন বিধানসভায় মমতা রাজ্যের জেলবন্দিদের প্রসঙ্গে জানান, “মুক্ত বন্দিদের কাজে লাগানোর ব্যবস্থা করা হবে।” এই বিষয়ে তিনি ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন যাতে তিনি কারা দফতরের কাছে মহম্মদ আলির এই প্রস্তাবকে বাস্তবায়িত করার বিষয়ে পদক্ষেপ নেন।
আরও পড়ুন: উপনির্বাচনে জয়ী প্রার্থীদের আজ শপথগ্রহণ
এসবের পাশাপাশি, এদিন রেশন প্রসঙ্গেও মোদি সরকারকে তোপ দেগে মমতা বলেন, “কেন্দ্রের থেকে রেশনের চাল বাবদ আমরা ১৪ হাজার কোটি টাকা পাই। এটা পেতে কেন্দ্রের অনেক নিয়ম মেনে চলতে হয়। কিন্তু রাজ্যের খাদ্যসাথীতে সবাই রেশন সামগ্রী পায়।” এছাড়াও এদিন বিধানসভায় আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সবটা আমাদের হাতে নেই। আলু উৎপাদনে আমরা দ্বিতীয়। কিছু ব্যবসায়ী রাজ্যে উৎপাদিত আলু বাইরে পাঠিয়ে দিচ্ছে। পেঁয়াজের ক্ষেত্রে আগে এমনটা হত না। কিন্তু এখন হচ্ছে।” তবে ভিনরাজ্যে আলু ও পেঁয়াজ পাঠানো নিয়ে তিনি সাফ জানিয়ে দেন, “আগে বাংলা পাবে তারপর অন্যন্যরা পাবে।”
দেখুন আরও খবর: