কলকাতা: ধেয়ে আসছের দুর্যোগের ঘন কালো মেঘ। আজই সাগরে একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হবে। জোড়া ঘূর্ণাবর্ত মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এই সিস্টেম কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম সংলগ্ন এলাকায়। নিম্নচাপের জেরে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি জারি থাকবে। উত্তরেও হবে বৃষ্টি। পূর্বাভাস মতো সকাল থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরম।
নিম্নচাপের জেরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের এলাকাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলাতে।
আরও পড়ুন: ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মঙ্গলবার জারি হলুদ সতর্কতা। এর মধ্যে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তরের বাকি সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
অন্য খবর দেখুন