কলকাতা: সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে ( South Bengal Weather) পরিষ্কার আকাশ। মেঘ মুক্ত আকাশ থাকায় দিনের বেলা কিছুটা উষ্ণতা অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প ( Humidity) থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকাল সন্ধ্যে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে রয়েছে।
কলকাতায় সোমবার পরিস্কার আকাশই থাকবে। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা, ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিক সামান্য উষ্ণ থাকবে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও হতে পারে। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে। ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস। জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ, সকাল সন্ধ্যা শীতের আমেজেই কাটবে পুজোর মরশুম। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ছট পুজোর ভোরে বিধ্বংসী আগুন হাওড়ায়
জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু নামতে পারে। ইঙ্গিত আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার থাকবে। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। দার্জিলিং ও কালিম্পং-এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রায় সেরকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
আরও অন্য খবর দেখুন