কলকাতা: পুজোর ছুটিতে শিক্ষকদের অনলাইন ক্লাস করানোর নির্দেশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পুজোর ছুটির মধ্যে একদশ শ্রেণির জন্য অনলাইন ক্লাস (WBCHSE Online Classes) করাতে হবে। দ্বিতীয় সেমিস্টারের জন্য ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুলগুলো চাইলে নিতে পারে অনলাইন ক্লাস।প্রয়োজন হলে লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর মধ্যে অনলাইনে ক্লাস করাতে পারে স্কুলগুলি। সংসদের বক্তব্য, যেহেতু চলতি বছর পাঠ্য বই কিছুটা দেরিতে স্কুলগুলি পেয়েছে। তাই অনেক স্কুলই সিলেবাস শেষ করতে পারেনি। সিলেবাস শেষ করার তাগিদেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
শিক্ষা সংসদের সূত্রের খবর অনুযায়ী, এ বছর একাদশ শ্রেণিতে নয়া পদ্ধতিতে পঠন-পাঠন শুরু হয়েছে। সিলেবাসেরও পরিবর্তন করা হয়েছে। প্রথমদিকে সিমেস্টার পদ্ধতির উপযোগী বই আসতেও অনেকটা দেরি হয়েছে। তার ফলে একাদশের প্রথম সিমেস্টারের সিলেবাস সম্পূর্ণ করতে পারেনি বহু স্কুল। তার উপর পুজোর পরই দ্বিতীয় সিমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে পড়ুয়াদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্য খবর দেখুন