কলকাতা: ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ইতিমধ্যেই গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে শীত। ভোরের দিকে তাপমাত্রা বেশ নীচের দিকেই থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। রাতের দিকে আবার শীত অনুভূত করা যাচ্ছে।
আরও পড়ুন: দ্রুত নির্বাচন করানোর দাবি, চাপ বাড়ছে ইউনুসের
নিম্নচাপের প্রভাবের কারণে কদিন যাবত শীত দোরগোড়ায় এসে আটকে থাকেও এবার নিম্নচাপ অক্ষরেখা কেটে গেছে, তাই এবার দক্ষিণের জেলাগুলিতে সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সকালের দিকে কুয়াশার দাপটও লক্ষ করা যাবে জেলায় জেলায়। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই স্বাভাবিকের নীচে তাপমাত্রা। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা আগামী ৪ থেকে ৫ দিনে কমবে বলেই জানা যাচ্ছে। তবে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। নেই বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই তা জানানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। যার জেরে এবার জাঁকিয়ে শীত অনুভূত করতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি রয়েছে কুয়াশার দাপট। গত কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই কমেছে। জানা যাচ্ছে কাল থেকেই শুরু হবে পারদ পতন। যার জেরে বোঝাই যাচ্ছে, এবার ধিরে ধিরে জাঁকিয়ে শীত অনুভূত হতে চলেছে।
দেখুন অন্য খবর