কলকাতা: ফের নিম্নচাপের আশঙ্কা। এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে অর্থাৎ শ্রীলংকা ও তামিলনাডু উপকূলের অভিমুখ হতে চলেছে আসন্ন নিম্নচাপের। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখতে পাওয়ার সম্ভবণা। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভবনা আপাতত নেই। রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এক পশলা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : ঝাড়গ্রামে চিকিৎসক মৃত্যুতে বাড়ছে রহস্য
কবে থেকে বঙ্গে শীত?
হাওয়া অফিস সূত্রে খবর, নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। উত্তুরে হওয়া বইবার সম্ভবনা। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারা পতনের সাক্ষী থাকবে বাংলা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ দেখতে পাওয়া যাবে নভেম্বরের মাঝামাঝি থেকে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
রবিবার থেকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা।
কলকাতায় কেমন থাকবে আবহওয়া?
কলকাতায় নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তন। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনাও নেই।
দেখুন আরও খবর :