কলকাতা: নভেম্বরের মাঝামাঝি রাজ্যজুড়ে হাওয়া বদল। জেলায় জেলায় শুষ্ক আবহাওয়ার দাপট। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিক বা তার নী চে নামতে পারে। রাজ্যজুড়ে শীতের আমেজ। ১৫ নভেম্বর থেকে বইবে উত্তুরে হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। কমবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। হাওয়া আরও জানিয়েছে, এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত বাংলা ওড়িশার উপকূলে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার দেখা মিলবে। রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীও দশমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি।
আরও পড়ুন: দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী, করবেন জিটিএ-র সঙ্গে বৈঠক
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
চলতি সপ্তাহে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার দার্জিলিং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বুধবার এই দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শুধু দার্জিলিংএর পার্বত্য এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা। শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭° যা স্বাভাবিকের থেকে (-০.৩ ) কম। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮°।
দেখুন আরও খবর: