কলকাতা: টানা ৭ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির (South Bengal Rainfall) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে ১২ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবিবার রথের দিন উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাত পোহালেই পুরীতে রথযাত্রা উৎসব। বৃষ্টি অসুর বাধা হবে জগন্নাথের রথযাত্রায় (Ratha Yatra 2024 )? এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের।
হাওয়া অফিসের পূর্বাভাস রাজ্য়ের একাধিক জেলায় বৃষ্টি চলবে। তবে ঘাম হওয়া থেকে মুক্তি নেই। অর্থাৎ বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তেই থাকবে।ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী ৫ দিনে বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা দক্ষিণবঙ্গের। আংশিক মেঘলা আকাশ দেখা মিলবে প্রায় প্রতিটা জেলাতে। এদিকে রবিবার ভারী বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বীরভূমে। রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে।
আরও পড়ুন:গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, আটকে বেশ কয়েকজন
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। উত্তর দিনাজপুরেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে ফের উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা। তিস্তা এবং জেলার অন্যান্য নদীর জলস্তর বাড়ছে। ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তায় ধস নেমে বন্ধ। উত্তরে দুর্যোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেখুন ভিডিও