উইকেন্ডে শহর কলকাতায় হাওয়া বদল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ঘন কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গের কিছু এলাকা। রাজ্যে বৃষ্টির সম্ভবনা আপাতত নেই। দার্জিলিঙয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা।
কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ শুরুর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ।মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া,বৃষ্টির সম্ভাবনা নেই শহরে।
আরও পড়ুন: শৈশব কি কেড়ে নেওয়া হচ্ছে? শিশুদিবসের আগে এই প্রশ্নই ভাবাচ্ছে
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা।পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই পারা পতন। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
দেখুন আরও খবর: