কলকাতা: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়েছে কলকাতা-সহ রজ্যের বিভিন্ন প্রান্তে। সপ্তাহান্তে শৈতপ্রবাহ চলবে রাজ্যের বিভিন্ন জেলায় আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আজ অর্থাৎ শনিবার এবং রবিবার পশ্চিমের জেলাগুলিতে রয়েছে শৈতপ্রবাহের সতর্কতা। ভোরের দিকে তাপমাত্রা যেমন নীচের দিকে থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়লেও রাতের দিকে আবারও তাপমাত্রা নিম্নমুখী হবে।
আরও পড়ুন: সন্দীপ ঘোষের জামিন হতাশ জুনিয়র চিকিৎসকরা
আগামী ৭ দিন রাজ্য জুড়ে নেই বৃষ্টির সম্ভাবনা। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে সর্বত্র। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯ তারিখ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে কলকাতায় নেই শৈতপ্রবাহের সতর্কতা। মূলত শৈতপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে। শৈতপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়।
সপ্তাহান্তে শৈতপ্রবাহের সতর্কতা থাকলেও সোমবার থেকে অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে বাড়তে পারে তাপমাত্রা। তবে খুব বেশিনা বলেই জানানও হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। শীতের ইনিংস বজায় থাকবে। রাজ্য জুড়ে বজায় থাকবে কুয়াশার দাপটও। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও ঘন কুয়াশার চাদরে ঢাকবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে।
দেখুন অন্য খবর