অস্ট্রেলিয়া: ফের হোয়াইটওয়াশের মুখোমুখি টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রধান দলের ব্যর্থতার পর এবার রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ভারত ‘এ’ দল ব্যর্থ হলেন অস্ট্রেলিয়ার মাটিতে। টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে হারল ভারত ‘এ’ দল। এর পর এটা বলাই যায় যে, ভারতীয় ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটে দুর্বলতা দিন দিন বাড়ছে। ক্রিকেটের লম্বা ফরম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শনের মতো জুনিয়র খেলোয়াড়েরাও বাইশ গজে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।
আরও পড়ুন: ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে বেনজির ঘটনা!
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটসম্যানরা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেন নি। বিশেষ করে লোকেশ রাহুল এবং ধ্রুব জুরেলকে নিয়ে আশার আলো দেখলেও, জুরেল ছাড়া আর কোনো ব্যাটসম্যান ব্যক্তিগতভাবে ৫০ রান করতে পারেননি। এদিকে, বোলিংয়েও তেমন প্রভাব ফেলতে পারেনি ভারত ‘এ’ দল। প্রসিদ্ধ কৃষ্ণ কিছুটা ভাল বল করলেও বাকি বোলারদের পারফরম্যান্স ছিল ছিল হতাশাজনক। পরিস্থিতি সামাল দিতে খলিল আহমেদকে সঠিকভাবে ব্যবহার করেননি অধিনায়ক রুতুরাজ, যা দলকে আরও বেশি অন্ধকারে ঠেলে দেয়। উল্লেখ্য, মেলবোর্ন টেস্টের দুই ইনিংসে ভারত ‘এ’ দল যথাক্রমে ১৬১ এবং ২২৯ রান করে। ফলে অস্ট্রেলিয়ার সামনে মাত্র ১৬৮ রানের টার্গেট দেওয়া হয়। অজি দল ৪ উইকেটে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে। আর এই নিয়ে ফের একবার চর্চায় টিম ইন্ডিয়া।
দেখুন অন্য খবর: