ওয়েব ডেস্ক: তীব্র গরমে (Heat Wave) ত্বক তার প্রাকৃতিক জেল্লা (Natural Glow) হারিয়ে ফেলে। ফিকে হয়ে আসে ত্বকের রং (Skin Tone)। তাই রূপচর্চাবিদদের ড্রেসিংটেবিল সাজানো থাকে নিত্যনতুন জিনিসে। সারাদিনের ব্যস্ততায় তো রোজ আর পার্লার (Parlour) যাওয়া সম্ভব হয় নয়, তাই বাড়িতেই মিনি পার্লার (Mini Parlour) তৈরি রাখেন সাজুনিরা। দুর্গাপুজো (Durgapuja) হোক বা অনুষ্ঠান বাড়ি, এখন সবাই নেশায় মজেছেন শিট মাস্কের (Sheet Mask)। সময় পেলেই ত্বকের জেল্লা বাড়াতে শিট মাস্ক (Sheet Mask) ব্যবহার করেন অনেকে। আর সপ্তাহের শেষে নজরকাড়া সেল পেলে তো কোনও কথাই নেই! ঝুড়ি ভর্তি প্রসাধনী কিনে নেন অনেকে। তবে যেমন খুশি নয়! শিট মাস্ক ব্যবহারে নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
শিট মাস্ক (Sheet Mask) বিভিন্ন রকমের হয়। উপাদান (Ingridients) থাকে ভিন্ন। কোনওটা চারকোল তো কোনওটা আবার স্ট্রবেরী। সব শিট মাস্ক (Sheet Mask) সব ত্বকের জন্য উপযোগী নয়। তাই ত্বকের ধরন বুঝে শিট মাস্ক ব্যবহার করুন। ত্বকের ধরন বুঝে ব্যবহারে মিলবে বিশেষ উপকার। আর তা না করলে কাজ তো করবেই না, বরং ত্বকের বিপদ বাড়বে।
আরও পড়ুন: বাজারে লিচু কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন? জানুন কি দেখে কিনবেন
১. অনেকেই অনলাইনে (Online) বা বাজার থেকে শিট মাস্ক কেনেন। শিট মাস্ক (Sheet Mask) মুখে ব্যবহারের আগে তা ফ্রিজে ঠাণ্ডা করতে দিন। ঠাণ্ডা শিট মাস্ক ত্বকে ব্যবহার করুন। এতে ত্বকের ফিকে ভাব কমে ত্বকের উজ্জলতা বাড়বে।
২. সারাদিনের ক্লান্ত ধুলো-বালি জমা মুখে ভুল করেও শিট মাস্ক ব্যবহার করবেন না। ফেসওয়াশ বা ক্লিন্সার দিয়ে মুখ পরিস্কার করে তবেই ফেশ মাস্ক লাগান। নাহলে ভাল ফল মিলবে না।
৩. আপনার পছন্দের শিট মাস্ক যেন চোখে, নাকে, ঠোঁটে ভালো করে ঢাকা থাকে তা নিশ্চিত করুন। ত্বকের উপর তা ভালো করে চেপে লাগান। নাহলে কিছুই কাজ করবে না।
৪. শিট মাস্কের প্যাকেটের মধ্যে অনেকটা সিরাম পড়ে থাকে। বাড়তি সিরাম ফেলে না দিয়ে তা হাতে ঘাড়ে, গলায় লাগিয়ে নিতে পারেন।
ত্বকে শিট মাস্ক ব্যবহারের উপকারিতা:
পার্লারের মাসিক খরচ কমাতে সপ্তাহে একটা করে শিট মাস্কই যথেষ্ট। শুষ্ক ফিকে ত্বকের আদ্রতা বজায় রাখতে ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে সতেজ ও উজ্জ্বল করে তোলে। পাশাপাশি ত্বকের তারুণ্য বজায় রাখতে শিট মাস্ক ভীষণ উপকারী।
দেখুন অন্য খবর