কলকাতা: কলকাতা ও শহরতলি এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বায়ুমণ্ডলে কমতে শুরু করেছে জলীয়বাষ্প। ভাইফোঁটার পর থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। শনিবার থেকেই জেলায় জেলায় পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত কারণে কমবে অস্বস্তি। জেলায় জেলায় রাতে ও সকালের দিকে শীতের আমেজ টের পাবে রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু’দিনে কমবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশা দেখতে পাওয়ার সম্ভবনা। রবিবার সকালে আকাশ মেঘমুক্ত থাকলেও, বেলার দিকে বাতাসে জলীয়বাষ্প কমায় আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আরও পড়ুন: চার লক্ষের বেশি আবেদন খারিজ বাংলা আবাসে, হচ্ছে পুনর্যাচাই
উত্তরবঙ্গে রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভবনা। বৃহস্পতিবার বৃষ্টি কমবে। উত্তরবঙ্গেও পারদ কিছুটা কমবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
কবে থেকে জাঁকিয়ে শীত?
সকালে ও রাতে ঠান্ডা অনুভূত হলেও, এখনই শীত পড়ছে না বাংলায়। জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুটা দেরি। তবে শীতের আমেজ পাওয়া যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দেখুন আরও খবর: