দিঘা: ইংরেজি নববর্ষের আগেই দিঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বর বাংলার সৈকত নগরীতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেলে দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ, ১৬ ডিসেম্বর, জগন্নাথ মন্দিরের প্রস্তুতির জন্য আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা সভা করবেন। ওই দিন তিনি দিঘার জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ কাজ তিনি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ৫ বছর আগে, অর্থাৎ, ২০১৯ সালে দিঘা সফরের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুরানো দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের একটি মন্দির তৈরী করা হবে। কাজটি করবে হিডকো। পরে অবশ্য মন্দিরটি নতুন দীঘা এলাকায় স্থানান্তরিত করা হয়। ২০২২ সাল থেকে দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু হয়।
আরও পড়ুন: আলু না পেয়ে বাংলার সবজি ও শ্রমিকদের বর্জন করছে ঝাড়খন্ড?
প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ২২ একর জমিতে এই মন্দিরটি তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মাণ করা হচ্ছে। মন্দিরটির উচ্চতা ৬৫ মিটার। পুরীর সঙ্গে দিঘার এই নবনির্মিত মন্দিরের পার্থক্য শুধু বিগ্রহে। পুরীর মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি কাঠের তৈরি, দীঘায় সেগুলি পাথরের তৈরি হবে। পাথরের মূর্তি থাকলেও ছোট জগন্নাথে দেবের নিমকাঠের মূর্তিতে এখানে পুজো হবে বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জানিয়েছিলেন। রথযাত্রার দিন অর্থাৎ গত ৭ জুলাই দিঘার এই মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে উদ্বোধনের তারিখ পিছিয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন পুরী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাজেশ দয়িতাপতিও।
দেখুন আরও খবর: