কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Incident) দোষীদের ফাঁসির দাবিতে শহর থেকে জেলা দিকে দিকে মিছিল-ধর্না চলছে। আরজি করের বিচারের দাবিতে গত ২৭ অগাস্টের ‘নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়ে পথে নেমেছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। নবান্ন অভিযানের অন্যতম সংগঠক ছিল সায়ন লাহিড়ী। প্রতিবাদ মিছিল ঘিরে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগে ২৭ অগস্ট গ্রেফতার হন সায়ন লাহিড়ী (Sayan Lahiri)। হাইকোর্টের নির্দেশে শনিবার জামিনে ছাড়া পান সায়ন। তবে তাঁর জামিনের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।
আরও পড়ুন: রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ
আরজি করকাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ নবান্ন অভিযান ডাক দিয়ে গত মঙ্গলবার পথে নেমেছিল। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচির আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল। সেই মতো মিছিল আটকাতে পুলিশের ভূমিকা ছিল অতিসক্রিয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল শুরু হতে অশান্তির ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা বেলায় নবান্ন অভিযানে (Nabanna Abhijan) আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা হাইকোর্ট এই মামলায় জামিন দিয়ে দেয় সায়নকে। আদালত স্পষ্ট জানিয়ে দেয় সায়ন লাহিড়ী এমন কোনও প্রভাবশালী নন, তাই তাকে জামিন দিতে হবে। শুক্রবার আদালতের নির্দেশের পর শনিবার সায়ন মুক্তি পেলেন। জামিন পেয়েই সায়ন লাহিড়ী (Sayan Lahiri) বলেন, কলকাতা হাইকোর্টের প্রতি আমি চির কৃতজ্ঞ। ধন্যবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। সুতরাং জামিনে আপাতত মুক্তি পেলেও স্বস্তি মিলছে না এখনই।
দেখুন ভিডিও