কলকাতা: প্রধান বিচারপতি (Chief Justice of India) ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) স্ত্রীকে নিয়ে টুইটের জেরে ‘সাইবার অভিযোগ’ দায়ের পশ্চিমবঙ্গ পুলিশের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের স্ত্রী কল্পনা দাসের পারিবারিক সম্পর্ক উল্লেখ করে টুইট।
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুতে হওয়া স্বতঃপ্রণোদিত মামলায় ডিভিশন বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন চন্দ্রচূড়। সেই পরিপ্রেক্ষিতে এই টুইট নিয়ে শুরু হয় তোলপাড়। বিষয়টিকে সাইবার ক্রাইম হিসেবে উল্লেখ করে রাজ্য পুলিশের জারি করা বার্তায় বলা হয়েছে, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের চরম অবমাননা করে কিছু মানুষ সমাজমাধ্যমে যে বার্তা দিয়েছে, তা অমার্জনীয়। বাক স্বাধীনতার অপব্যবহার করে মিথ্যার প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন: নবান্নের ইমেল জুনিয়র ডাক্তারদের কাছে, অপেক্ষায় মমতা
আরও খবর দেখুন