কলকাতা: রবিবারও দুর্যোগের ঘনঘটা, আজও বৃষ্টিতে (WB Rainfall) ভিজবে শহর থেকে জেলা। গভীর নিম্নচাপ এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। নিম্নচাপের কারণেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। এদিন সকাল থেকে আকাশের মুখ ভার, দফায় দফায় কখনও ভারী তো কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা (Kolkata Rainfall) সহ দক্ষিণে সব জেলাতে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে।
শনিবার থেকেই বাংলার একাধিক জেলায় দুর্যোগ শুরু হয়েছে। IMD তরফে জানানো হয়েছে, ১৪ ও ১৫ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রবিবার কলকাতা ও লাগোয়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টি শুরু হয়েছে।ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বেরিয়ে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করলেন ভিতরে যাওয়ার জন্য
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটির মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
অন্য খবর দেখুন