কলকাতা: ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে। নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস। কলকাতা (Kolkata Heavy Rain) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৩ জেলায়।
বৃহস্পতিবার কলকাতায় দিনভর মেঘলা আকাশ বজায় থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামিকাল, শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায় দিনভর কখনও হালকা তো কখনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের বাকি সময় মাঝারি বৃষ্টি এবং কয়েক দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: বিধানসভায় ফিরহাদকে বয়কট বিজেপির
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। শনি এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায়। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুধু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে।
অন্য খবর দেখুন
