কলকাতা: ফের নিম্নচাপের আশঙ্কা! কালীপুজোর (Kali Puja 2024) আগে একাধিক নিম্নচাপ কাঁপাবে দক্ষিণবঙ্গ। রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনার কথা বলছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল।
মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে এসে এই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভবনা। এরপর শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার যেকোনো উপকূলেই স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণাবর্তটি।
আরও খবর পড়ুনঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
প্রসঙ্গত, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গল ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিন ৫৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন। সঙ্গে ঝোড়ো হওয়া ও বৃষ্টি। ২৩ ও ২৪ অক্টোবর অর্থাৎ ছলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর।
আসন্ন দু’দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কাল থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা।
দেখুন আরও খবর: