কলকাতা: দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও বাংলায় বড়সড় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। অভিমুখ হতে চলেছে শ্রীলঙ্কা বা তামিলনাড়ূর দিকে। তাই পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহভর বাংলার তাপমাত্রার কোনও হেরফের হবে না। কলকাতায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সামান্য কম। আসন্ন কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ১৯ ডিগ্রির আশেপাশে।
আরও পড়ূন: নতুন দিগন্ত, বার্ধক্যের দোরগোড়ায় থাকা দম্পতিকে সন্তান নিতে অনুমতি হাইকোর্টের
দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কুয়াশার সম্ভবনা।
পাশাপাশি, জেলায় জেলায় কুয়াশার বাড়তি সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। গাড়ি চালকদের বাড়তি সতর্ক করা হয়েছে। নিম্নচাপের কারণে তাপমাত্রার হেরফের না হলেও, আবহাওয়ার কারণে হালকা শীত অনুভূত হতে পারে।
দেখুন আরও খবর: