কলকাতা: কেন্দ্রের আবাস যোজনায় ঘর পাচ্ছেন না পশ্চিমবঙ্গের বাসিন্দারা। এই অভিযোগ বহু দিনের। যা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতও চরমে। কিন্তু এবার সেই তালিকায় যাতে সত্যি দুস্থ মানুষেরা বাড়ি পান, এই কথাকে মাথায় রেখে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হল ব্যবস্থা। আবাস তালিকাভুক্তরা যাতে সঠিক পদ্ধতিতে বাড়ি পান, এবং প্রয়োজনীয় ব্যক্তি যাতে তালিকাতে জায়গা পান, সেই কথাকেই মাথায় রেখে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হতে চলেছে পোর্টাল। বিশেষ ‘সুরক্ষা বলয়’এর নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।
আবাসের টাকা যাতে ট্যাবের টাকার মত গায়েব না হয়, তার জন্য এবার রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হল চিঠি দিয়ে আবাস তালিকাভুক্তদের নাম প্রকাশ করা হবেনা, সমস্ত কাজ করা হবে পোর্টালের মাধ্যমে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হল যাতে সাইবার প্রতারণার শিকার না হতে হয় বাসিন্দাদের। এমন পদক্ষেপ গ্রহণ করা হল পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দফতরের পক্ষ থেকে। জানানও হয়েছে জেলায় জেলায় রাজ্য সরকারর এসওপির পক্ষ থেকে।
আরও পড়ুন: গুগল ম্যাপের শর্টকাট নিয়ে গেল গভীর জঙ্গলে, উদ্ধার করল পুলিশ
আগে আবাসের তালিকায় উপভক্তার নাম নথিভুক্ত হল কিনা তা জানানও হত চিঠির মাধ্যমে। কিন্তু তার জেরে যাদের সত্যি আবাসে নাম থাকা উচিৎ তাদের নাম নথিভুক্ত হচ্ছেনা। কিন্তু যারা আবাসের জন্য নাম লেখায়নি তাদের নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে। এই সব সমস্যা থেকেই রেহাই পেতে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে আবাসের জন্য তৈরি করা হল পোর্টাল। এবার থেকে এই পোর্টাল থেকেই সরাসরি এসএমএস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে আবাস যোজনায় নাম তালিকাভুক্ত হল কি না। এমনকি উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খোলা হবে ক্যাম্প। সেই ক্যাম্পেই তালিকাভুক্তদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হবে। উল্লেখ্য, ১৫ ডিসেম্বরের পর থেকে নির্বাচিত উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
উপভোক্তা যে মোবাইলের সঙ্গে আধার সংযোগ রয়েছে সেই মোবাইল দিয়ে পোর্টালে ওটিপি মারফত এই সংযুক্তিকরণ প্রক্রিয়া হবে। সঙ্গে করতে হবে আধার নম্বর লিঙ্ক। যদি অ্যাপ দিয়ে এই সংযুক্তিকরণ করা হয় তাহলে বায়োমেট্রিক ব্যবস্থাও জারি করা হবে। এই পদক্ষেপ গুলির পরেই আবাস উপভোক্তা চূড়ান্ত তালিকায় ঠাই পাবে। মিলবে প্রকল্পের সুবিধা। ইতিমধ্যেই জেলায় জেলায় সওপি পাঠাল রাজ্য।
দেখুন অন্য খবর