কলকাতা: জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) মধ্যে তর্কাতর্কির অডিয়ো প্রকাশ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। ধরনার জবাব, নানা মত থাকবেই। রবিবার একটি অডিয়ো প্রকাশ করে কুণাল দাবি করেছেন মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে সল্টলেকে ধরনা মঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের আলোচনার একটি অংশ। পাল্টা জবাব দিয়েছেন ডাক্তারেরাও। আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাওয়ার ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যর শাসকদল। নতুন অডিয়োতে কুণালের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের একাংশ জটিলতা তৈরির মানসিকতা নিয়েই কালীঘাটে গিয়েছিলেন।
ডাক্তারদের কটাক্ষ করে কুণাল বলেন, এই বৈঠকের সরাসরি সম্প্রচার হলে জনগণের বুঝতে সুবিধা হত। স্পষ্ট, একাংশ জটিল মানসিকতা নিয়েই গিয়েছিলেন। অডিয়োতে শোনা গিয়েছে, কালীঘাট থেকে ডাক আসার পর সেখানে যাওয়া ও দাবিদাওয়া সম্বন্ধে জুনিয়র ডাক্তাররা আলোচনা করছেন। কেউ কেউ সরকারের দাবি মেনে বৈঠকের পক্ষে। কেউ কেউ আবার ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় থাকতে চাইছেন। সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবারের শুনানি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন কেউ কেউ। কুণাল ঘোষের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি।
আরও পড়ুন: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
আরও খবর দেখুন