নয়াদিল্লি: নিটে (NEET) নেট (NET) বিতর্কের মধ্যে কার্যকর হল নয়া আইন (Law)। শুক্রবার কার্যকর হওয়া ওই আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি প্রশ্ন ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে।
দেশের বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম ও প্রশ্ন ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করল সরকার। নতুন এই পরীক্ষা আইন পাবলিক এগজামিনেশন অ্যাক্ট, ২০২৪ সংসদে পাশ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সেই আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র।
আরও পড়ুন: রাস্তায় নিম্নমানের সামগ্রীর অভিযোগে বিক্ষোভ
শুক্রবার কার্যকর হওয়া এই আইন অনুযায়ী, দোষী প্রমাণিত হলে ন্যূনতম তিন বছর জেল খাটতে হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। সঙ্গে দিতে হতে পারে ১০ লক্ষ টাকা জরিমানা। কোনও নিয়ামক সংস্থা বা আয়োজক সংস্থা পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে জেনেও চুপ থাকলে তাদের ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নিয়ামক সংস্থার কোনও উচ্চ পদস্থ আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁর ন্যূনতম তিন বছরের সাজা হবে। সর্বাধিক ১০ বছরের জেল হতে পারে। হতে পারে ১ কোটি টাকার জরিমানা।
আরও খবর দেখুন