নয়াদিল্লি: আমেরিকাতে (US President Election) ভোটদান শুরু হয়েছে ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয়। বুধবারই প্রকাশ্যে চলে আসবে হোয়াইট হাউসের দখল কার? রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) না কি ডেমোক্র্যাট কমলা হ্যারিস (Kamala Harris) শেষ পর্যন্ত কে বাজিমাত করবে?
আমেরিকার নির্বাচন প্রক্রিয়া একটু ভিন্ন। কেন? দুটি শব্দ: ইলেক্টোরাল কলেজ। ট্রাম্প বা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে জয়ী হতে গেলে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। আমেরিকার ইতিহাসে জনপ্রিয় ভোটে জয়ী না হয়ে মাত্র পাঁচজন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট-নির্বাচনে বিজয়ী হয়েছেন। তার মধ্যে সাম্প্রতিকতম উদাহরণ ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে তিনি হিলারি ক্লিনটনের কাছে জনপ্রিয় ভোটে হেরেছিলেন। ক্লিনটন ট্রাম্পের চেয়ে ২৮ লক্ষ বেশি ভোট পেয়েছেন এবং তবুও তিনি মূল রাজ্যগুলি এবং তাদের সঙ্গে ইলেক্টোরাল কলেজের ভোটগুলি হারান। ২০২০ সালে ট্রাম্প জনপ্রিয় এবং ইলেক্টোরাল কলেজের ভোট উভয়ই রাষ্ট্রপতি জো বাইডেনের কাছে হেরেছিলেন। এই বছর প্রাক্তন প্রেসিডেন্ট আবারও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমেরিকার বেশিরভাগ রাজ্যে যিনি সর্বাধিক ভোট পান তিনি সে রাজ্যের সমস্ত উপলব্ধ ইলেক্টোরাল কলেজের ভোটে জয়লাভ করেন। তবে মেইন এবং নেব্রাস্কা রাজ্যে নিয়মগুলি আলাদা। উভয় রাজ্যের একটি আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা আছে। ইতিমধ্যে আগাম ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধুই কাউন্ট ডাউন চলছে।
আরও পড়ুন: একের পর এক হামলায় নাজেহাল ইজরায়েল
দেখুন অন্য খবর: