কলকাতাঃ সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। দ্রোহের কার্নিভালে পুজো কার্নিভালে ব্যাহত হওয়ার আশঙ্কা অমূলক। দ্রোহ কার্নিভালের স্থান আলাদা। তাই হাইকোর্টের নির্দেশও অপ্রাসঙ্গিক। কর্মসূচী পালনে অনড় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। সংগঠনের তরফ থেকে মুখ্যসচিব মনোজ পন্থকে মেল জুনিয়র ডাক্তারদের।
আরও পড়ুনঃ অষ্টম দিনে অনশন, আরও তীব্রতর হচ্ছে ডাক্তারদের আন্দোলন
সূত্রের খবর, মুখ্যসচিব আগেই চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল বন্ধ রাখার অনুরোধ করেন। তবে কর্মসূচী পালনে অনড় চিকিৎসকরা। ১৫ অক্টোবর রানি রাসমণি এভিনিউয়ে বিকেল ৪-৬টা পর্যন্ত হবে দ্রোহ কার্নিভাল। দ্রোহের কার্নিভালে কী কী কর্মসূচি থাকছে?
দ্রোহের কার্নিভালের কর্মসূচি
১.কর্মসূচিতে থাকছে গান, কবিতা, স্লোগান।
২.বিশিষ্ট মানুষদের সাংস্কৃতিক কার্যকলাপ।
৩.থাকছে ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার, কাট আউট।
৪. সাউন্ড সিস্টেমের ব্যবস্থা।
৫. কর্মসূচীতে প্রান্তিক শিল্পীদের আহ্বান।
৬. থাকছে ঢাকি, রণপা।
একদিকে, দ্রোহের কার্নিভালে অনড় চিকিৎসকরা। পাশাপাশি দাবি আদায়ের নাছোড় জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের পরিধি বাড়ছে দফায় দফায়। পুজো ছেড়ে অনশন মঞ্চে শামিল বহু মানুষ। গন্ডি কেটে ধর্মতলায় পৌঁছেছে প্রতিবাদী। কেউ বা জমানো টাকা তুলে দিয়েছে চিকিৎসকদের হাতে। রবিবার অরন্ধনের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাতে শামিল হয়েছিলেন নির্যাতিতার বাবা-মাও। অনশনের ঘণ্টা পেরিয়েছে। অনশনকারী চিকিৎসকদের ভাঙছে শরীর। তবে ভাঙছে না মনোবল। আমরণ অনশনে একে একে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরা। তবু প্রতিবাদে অটল তাঁরা।
আরও খবর দেখুনঃ