ওয়েবডেস্ক- বন্ধুকে পাশে পেয়ে ইজরায়েলকে (Israel) ডাবল অ্যাটাক ইরানের (Iran)। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ (Middle East War) ক্রমশই জোরালো হচ্ছে। শনিবার থেকে ইরানের আক্রমণে কার্যত ধুলিসাৎ হতে চলেছে ইজরায়েল। ইতিমধ্যই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দেশ ছাড়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন প্রশ্ন উঠেছে ইরান (Iran) তার বন্ধুকে পাশে পেয়েছে? কাকে পাশে পাওয়ার সাহসে ইরান হামলা তীব্র থেকে তীব্রতর করে তুলেছে। সূত্রের খবর, ইরান পাশে পেয়েছে ইয়েমের হুথিদের। হুথিরা বার বার ইরানের পাশে থেকেছে। গাজায় (Gaja) যখন ইজরায়েল হামলা চালায় তখনও হুথিদের (Houthi) হামাসের (Hamas) পাশে থাকতে দেখা গেছে। ইরান ও ইজরায়েলের মধ্যে এই যুদ্ধে চলছে, এই প্রথম কোনও দেশকে বন্ধু হিসেবে পাশে পেল ইরান।
রবিবার হুথিদের তরফ থেকে আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, সাম্প্রতিক চলা এই যুদ্ধে ইরানের পাশে রয়েছে তারা। তাদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়েইয়া সারেয়া জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মধ্য ইজরায়েলের জাফফা শহরকে লক্ষ্য করে পর পর ব্যালিস্টিল মিশাইল ছোঁড়া হয়েছে। এমনকি ইজরায়েলি সেনাবাহিনীকে ক্রিমিনাল বলে উল্লেব করেছেন তিনি। তিনি বলেছেন, এটা নির্যাতিত প্যালেস্টাইনি এবং ইরানিদের জয়। অপরাধী ইহুদি সেনার বিরুদ্ধে ইরানের অভিযানের সমর্থনে আমাদের এই অভিযান।’’
আরও পড়ুন- ব্যালেস্টিক মিসাইল দিয়ে ইজরায়েলকে অ্যাটাক হুথির, তার পর কি হল, দেখুন ভিডিও
ইজরায়েলকে লক্ষ্য করে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ও ইয়েমেন। ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব গার্ড কর্পস (আইআরজিসি) ইজরায়েলের হাইফা, নেগেভ মরুভূমিতে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কিরিয়াত গাতে অন্তত ৩০ থেকে ৫০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে সোমবার ভোরে ইজরায়েলে ফের নতুন করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্য ইজরায়েলকে কেন্দ্র করে চালানো সর্বশেষ এই হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭ জনেরও বেশি মানুষ। আহতদের মধ্যে একজনের বয়স ১০, তার অবস্থা গুরুতর।
দেখুন ভিডিও-