Thursday, July 17, 2025
HomeScrollইরানের পাল্টা মারে, ইজরায়েল কী শিক্ষা ?
Iran Israel Conflict

ইরানের পাল্টা মারে, ইজরায়েল কী শিক্ষা ?

১২ দিনের যুদ্ধে ইরানের সঙ্গে সংঘর্ষের পর ইজরায়েলের ভাবনার নতুন দিক

Follow Us :

ওয়েব ডেস্ক: ইরানের (Iran) পাল্টা মারে, ইজরায়েল (Israel) কী কী জোরালো শিক্ষা পেল, যা তারা দুঃস্বপ্নেও ভাবেনি। ১২ দিনের যুদ্ধে ইরানের সঙ্গে সংঘর্ষের পর ইজরায়েলের ভাবনার নতুন দিক: সামরিক ও আন্তর্জাতিক বিশ্লেষণইরানের সঙ্গে ইজরায়েলের ১২ দিনের সংঘর্ষ আন্তর্জাতিক পরিসরে নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। এই যুদ্ধে উভয়পক্ষ প্রচণ্ড সামরিক শক্তি প্রয়োগ করলেও, ফলাফল হিসাবে ইজরায়েলকে কূটনৈতিক, সামরিক ও কৌশলগত দিক থেকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সামরিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, নিচের বিষয়গুলো এখন ইজরায়েলের ভাবনার কেন্দ্রে:

১. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন মূল্যায়ন

যুদ্ধ চলাকালীন ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে যে একযোগে আক্রমণ চালিয়েছে, তা ইজরায়েলের Iron Dome এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। বিশেষজ্ঞদের মতে, ইরানি হামলায় ইজরায়েলের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। Multiple-launch হামলার বিরুদ্ধে আরও শক্তিশালী ও উচ্চক্ষমতার লেজার বা directed energy systems প্রয়োজন।

২. ইরানের ড্রোন ও মিসাইল টেকনোলজি উপেক্ষা করা যাবে না

ইরান তার ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি ইজরায়েলের কেন্দ্রস্থলে আঘাত হানে। Cluster warheads ও hypersonic missile-এর ব্যবহারে ইজরায়েল হতবাক। ইজরায়েলকে এখন ইরানকে একটি সম্পূর্ণ সক্ষম সামরিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য থেকে ডিজিটাল অবকাঠামো, ঘানাকে অভিজ্ঞতা শেয়ারের প্রস্তাব মোদির!

৩. হিজবুল্লাহ ও হুথিদের সঙ্গে একযোট হামলা প্রতিরোধের কৌশল

ইরান তার আঞ্চলিক মিত্রদের — হিজবুল্লাহ (লেবানন), হুথি (ইয়েমেন), ও সিরিয়ার মিলিশিয়াদের — একযোগে সক্রিয় করেছে। বিশ্লেষকরা বলছেন, ইজরায়েলকে এখন একযোগে একাধিক ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। Multi-front war প্রতিরোধে সেনা পুনর্বিন্যাস, গোয়েন্দা শক্তি বৃদ্ধি ও logistics উন্নয়নের উপর জোর দিতে হবে।

৪. আন্তর্জাতিক সমর্থন নিয়ে নতুন কূটনৈতিক ব্যালান্সিং

যুদ্ধে যুক্তরাষ্ট্র ইজরায়েলের পাশে থাকলেও, ইউরোপ, রাশিয়া, চীন, এমনকি কিছু আরব দেশ ইরানের পক্ষে নীরব সহানুভূতি দেখিয়েছে। কূটনৈতিক বিশ্লেষণ ইজরায়েলকে কেবল মার্কিন সমর্থনের উপর নির্ভর না করে আন্তর্জাতিক মহলে নতুন কৌশল তৈরি করতে হবে। জাতিসংঘে ইরানপন্থী প্রস্তাবের বিরুদ্ধে আরও কার্যকর লবিং দরকার।

৫. অভ্যন্তরীণ নিরাপত্তা ও সিভিল ডিফেন্স জোরদার করা

ইরানের হামলায় প্রথমবারের মতো ইজরায়েলের বেসামরিক এলাকাগুলো সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সিভিল ডিফেন্স স্ট্রাকচার যেমন শেল্টার, অ্যালার্ম সিস্টেম, ও জরুরি মেডিক্যাল সাপোর্ট আরও বিস্তৃত করা দরকার। নাগরিকদের জন্য সাইবার সুরক্ষা ও তথ্য যুদ্ধের প্রস্তুতিও জরুরি।

৬. পারমাণবিক ইস্যুতে আগ্রাসী না রক্ষণশীল কৌশল?

ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির পথে এগোয়, তাহলে ইজরায়েল কী পদক্ষেপ নেবে—তা নিয়ে এখন ব্যাপক বিভক্তি। কিছু মহল বলছে, সময় থাকতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রিভেন্টিভ স্ট্রাইক করা দরকার।আবার কেউ বলছে, এতে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে, যার পরিণাম ভয়াবহ।

১২ দিনের এই যুদ্ধ ইজরায়েলকে কেবল সামরিক নয়, কৌশলগত ও কূটনৈতিক ক্ষেত্রেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। ভবিষ্যতে যেকোন সংঘর্ষের আগে ইজরায়েলকে এখন আর ‘সুপ্রিম মেইনটেইনার অব মিলিটারি এজ’ ধরে রাখা যাবে না — বরং এটা হবে একটি রিস্ক-ব্যালান্সড, বহুস্তর বিশ্লেষণভিত্তিক যুদ্ধ প্রস্তুতির যুগ।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Satyajit Ray | সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ প্রকাশ
01:34:16
Video thumbnail
Prashant Kishor | SIR-এর কারণে বিহারে ক্ষমতা হারাতে চলেছে NDA, বিরাট ভবিষ্যদ্বাণী পিকের
04:10
Video thumbnail
SSC | আজ হাইকোর্টে SSC মামলার রায়দান
01:18:05
Video thumbnail
Bangla Bolche | Arup Chakraborty | মমতাকে নিশানা কংগ্রেস, CPM-র
01:29
Video thumbnail
Bangla Bolche | Tarunjyoti | 'ভাষা দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয়না'
01:27
Video thumbnail
Air India | অ/ভিশপ্ত 787 বোয়িংয়ে জ্বা/লানি সরবরাহ সুইচে ছিল না কোনও সমস্যা, বাড়ছে রহস্য
05:13
Video thumbnail
Politics | বাদল অধিবেশনে এবার বিরোধী-ঝড়ে পড়বে সরকার
03:42
Video thumbnail
Weather Update | নিম্নচাপের জেরে উত্তাল সাগর, কী কী বিশেষ নিরাপত্তা? উপকূলবর্তী এলাকায়, দেখুন ভিডিও
01:28:51
Video thumbnail
Mamata Banerjee | সিপিএমের যারা শরিক কী করছে এখন ঠিক?
04:41
Video thumbnail
Politics | বাঙালির হে/নস্থা রাস্তায় মমতা
05:40

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39