কলকাতা: ডাক্তারদের (Doctor) নিরাপত্তার (Security) জন্য কী পদক্ষেপ করা হয়েছে? রাজ্যগুলির থেকে রিপোর্ট (Report) চাইল কেন্দ্র। আরজি কর কাণ্ডের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করতে হবে কেন্দ্রকে। সেই বৈঠকে কিছু পদক্ষেপ স্থির করা হয়। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে।
১০ সেপ্টেম্বরের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন, প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামী ১০ সেপ্টেম্বরের আগে অ্যাকশন টেকেন রিপোর্টে পাঠাতে হবে কেন্দ্রের কাছে। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোথায় কী পদক্ষেপ করা হয়েছে, কী কী ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্যের সরকার, তা রিপোর্ট আকারে কেন্দ্রকে জানাতে হবে।
আরও পড়ুন: সমকামী যৌন সম্পর্ক অস্বাভাবিক অপরাধ, উল্লেখ পাঠ্যবইতে, বিতর্ক
আরও খবর দেখুন