কলকাতা: আরজি কর (RGkarHospital) কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদের আঁচ এখন সর্বত্র। তদন্তে নেমে সিবিআই (CBI) কী পেয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। তার মধ্যেই মনে জাগছে অনেক প্রশ্ন। নজরে সিজার তালিকা। আরজি কর মামলাতে বারবার উঠে আসছে সিজার তালিকার প্রসঙ্গ। পুলিশের তৈরি সিজার তালিকা থেকে ডায়েরির প্রসঙ্গ আসছে। নীল কালিতে লেখা, খুব আনন্দে থেকো। গ্রাফোলজিস্টের সাহায্য নিয়ে হস্তাক্ষর উদ্ধার।
ক্লিনিক্যাল গ্রাফোলজিতে বোঝা যায় কোন অবস্থায় সেটি লেখা হয়েছে। কোনও মানসিক চাপ দেওয়া হয়েছিল কি না। যে কোনও হাতের লেখা স্নায়ু নির্ভর। সেই পথে পরীক্ষা করলে অনেক কিছুই বোঝা সম্ভব। এবার সেই পথেই হাঁটছে সিবিআই। তথ্য অনুযায়ী নির্যাতিতা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ১১টা বেজে ১৫ মিনিটে। মায়ের দাবি, সেই সময় কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।
আরও পড়ুন: কেজরিওয়ালের জামিনের আবেদনে রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
এদিকে মৃতার ফোন কেজরিওয়ালের জামিনের আবেদনে রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্টথেকে রাত ২টো ৩ মিনিটে একটি হোয়াটসঅ্যাপ বার্তার কথাও জানা যাচ্ছে। তা কী ছিল সেটা প্রকাশ্যে আসেনি। তবে মনে করা হচ্ছে তদন্তে সেখান থেকে মিলতে পারে গুরুত্বপূর্ণ সূত্র।
আরও খবর দেখুন