Tuesday, July 8, 2025
HomeScrollদিল্লিতে এসে অমিত শাহ, নাড্ডাকে মহাকুম্ভের আমন্ত্রণ যোগীর
Yogi Adityanath

দিল্লিতে এসে অমিত শাহ, নাড্ডাকে মহাকুম্ভের আমন্ত্রণ যোগীর

২০২৫ -এ ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু মেলা, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

Follow Us :

নয়াদিল্লি: বারো বছরে একবার অনুষ্ঠিত হয় মহাকুম্ভ (Maha Kumbh Mela)। ২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে (Prayaraj) শুরু হবে এই মেলা, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে সেজে উঠছে প্রয়াগরাজ।

চেষ্টার কোনও ত্রুটি রাখতে চাইছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। পর্যটকদের জন্য থাকছে বিলাসবহুল ডোম সিটির ব্যবস্থা। যার ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকেই এই মেলাকে উপভোগ করা যাবে। এবার এই মেলা উপলক্ষ্যে বিশিষ্টদের আমন্ত্রণ জানাতে শনিবার দিল্লিতে এলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন-নতুন বছরে নয়া চমক মোদির, ফের দেশে আসছে চিতা

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে  (Rajnath Singh) আমন্ত্রণ জানালেন যোগী। তাঁর হাতে ছিল কুম্ভ মেলা লোগো দেওয়া আমন্ত্রণ পত্র। এছাড়াও রয়েছে মহাকুম্ভ সম্পর্কিত সাহিত্য, কলস ও নববর্ষের টেবিল ক্যালেন্ডার।

যোগী প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ, মিজোরামের নবনির্বাচিত রাজ্যপাল ভি কে সিংয়ের সঙ্গে সাক্ষাত করে তাঁদের আমন্ত্রণ জানান। অমিত শাহ ও জেপি নাড্ডার বাসভবনে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন তিনি। এক্স হ্যান্ডেলে সেই সাক্ষাতের ছবি শেয়ার করেছেন যোগী আদিত্যনাথ।

দেখুন অন্য খবর-

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39