ওয়েব ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৬ থেকেই শুরু জাত জনগণনা (Caste Census)। প্রকাশিত হল সরকারি নির্দেশিকা। ২০২৭ সালে জনগণনার (Census) আগেই ২০২৬-এ জাতিগত জনগণনা শুরু করতে ভারত সরকার (Govt of India) জারি করল নয়া নির্দেশিকা। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের স্বাক্ষর সহ নির্দেশিকা প্রকাশিত হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, জাত গণনার (Caste Census) তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে। অন্যদিকে, জনগণনার (Census) কাজ শুরু হবে ২০২৭ সালের ১ মার্চ থেকে। তবে লাদাখ (Ladakh), জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir), হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ও উত্তরাখণ্ডের (Uttarakhand) যেসব এলাকায় শীতের সময় বরফ পড়ে, সেখানে কিছুটা পরের দিকে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
আরও পড়ুন: লখনউয়ে অবতরণের সময় বিমানের চাকায় আগুন! প্রাণে বাঁচলেন যাত্রীরা
প্রসঙ্গত, ২০১১ সালের পর ২০২১ সালের জনগণনা (Census) কোভিড মহামারির (Covid19) কারণে স্থগিত হয়। আসন্ন জনগণনার (Upcoming Census) হাত ধরে দেশে নতুন করে নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।
দেখুন অন্য খবর