নয়াদিল্লি: নতুন বছরের আগেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। মঙ্গলবার মহারাষ্ট্র (Maharashtra) ও ঝাড়খণ্ডে (Jharkhand) নির্বাচনের (Election) দিন ঘোষণা হল। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, মহারাষ্ট্রে ভোট ২০ নভেম্বর। ঝাড়খণ্ডে ভোট ১৩ ও ২০ নভেম্বর। দুই রাজ্যেই ২৩ তারিখ ফল গণনা।
মহারাষ্ট্রে একনাথ শিন্দের শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি নিয়ে গঠিত ক্ষমতাসীন মহাযুতি জোট কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি (ইউবিটি) নিয়ে গঠিত বিরোধী মহা বিকাশ আঘাড়ির (এমভিএ)বিরুদ্ধে লড়াই করবে।
আরও পড়ুন: তালিবান, আলকায়দাকে নিকেশ করা আমেরিকার শিকারি ড্রোন কিনল ভারত
২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হয়। মোট ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ১০৫টি জেতে। জোটের শরিক শিবসেনা ৫৬টি আসন জেতে। ২০১৯ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম-নেতৃত্বাধীন জোট, যার মধ্যে কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) অন্তর্ভুক্ত ছিল। বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৪৭টি জেতে। জেএমএম ৩০টি আসন নিয়ে বৃহত্তম দল হয়। কংগ্রেস ১৬টি আসন ও আরজেডি ১টি আসন পায়।
দেখুন অন্য খবর: