নয়াদিল্লি: আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার (Sheikh Hasina) পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wajed Joy) বলেন, দেশে ফেরার বিষয়টা মায়ের উপর নির্ভর করবে। তাঁর মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয়। এদিকে, দেড় বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন জয়। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরী বলেও মন্তব্য করে জয় বলেছেন, বাংলাদেশ আওয়ামি লিগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার এবং নির্বাচন করা অসম্ভব।
উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে শর্ত চাপিয়েছিল। এক ইন্টারভিউতে ইউনুস জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে। তবে শর্ত হল, হাসিনাকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে। নাহলে জটিলতা আরও বাড়বে। ভারতে হাসিনা যে ধরনের মন্তব্য করছেন সেগুলো বন্ধুত্বপূর্ণ আচরণ নয় বলে মন্তব্য করেছেন তিনি। এটা আমাদের বা ভারতের কারও পক্ষে ভালো নয়। এতে অস্বস্তি বাড়বে। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন, ভারতের (India) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে পুজোর আগেই আসছে টন টন ইলিশ
আরও খবর দেখুন