কলকাতা: ঊর্ধ্বমুখী আলুর দাম। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ। ভিনরাজ্যে আলু রফতানি রুখতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারিও। এমনকি আলু বোঝাই গাড়িও বিভিন্ন চেকপোস্টে আটকানো হচ্ছে পুলিশের পক্ষ থেকেও। তারপরেও বাজারে কমেনি আলুর দাম। এই নিয়ে এবার প্রশ্ন করলেন আমজনতা।
আরও পড়ুন: আবাস তালিকাভুক্তদের টাকা দিতে এবার বিশেষ পদক্ষেপ রাজ্যের
সরকারের এত কড়াকড়ির পরও, বাজারে দাম কমেনি আলুর। শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা দরে। যার জেরে আমজনতার স্পষ্ট প্রশ্ন, সরকারি কড়াকড়ির পরেও বাজারে কেন কমছেনা আলুর দাম।
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আলু পাচার আটকানোর জন্য। নাকা চেকিংয়ে বারবার ভিনরাজ্যে আলু পাচার রোখা হয়েছে। তবে এবার কী বাজারে কমবে আলুর দাম? সেদিকেই নজর আমজনতার।
দেখুন অন্য খবর