কলকাতা: কবে হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন? এবার এই বিষয়ে প্রস্তুতি বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে হতে চলেছে এই বিষয়ে বৈঠক।
আরও পড়ুন: রাহুলের বিদায়ী বার্তায় নেই মালিক গোয়েঙ্কার নাম!
সূত্র মারফত খবর, সামনের বছর বসতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। নির্ধারিত সূচি মেনে আগামী বছর ফেব্রুয়ারির ৫-৬ তারিখে নিউ টাউনে অনুষ্ঠিত হতে চলেছে বিজিবিএস। প্রতিবছরের মত জাঁকজমকপূর্ণ ভাবেই উদ্বোধন হবে সেই সম্মেলন। দু’দিন ব্যাপী এই সম্মেলনে যোগদান করবে একাধিক দেশীয় ব্যবসায়ীদের সংগঠন। থাকবে প্রদর্শনীও। একই সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান চলবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণেও।
আর এই বৈঠক প্রসঙ্গেই এবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানও হয়েছে বৈঠকের কথা। মুখ্যসচিব মনোজ পন্থের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজ।
দেখুন অন্য খবর